Gmail-এ পাঠানো ইমেল Unsend করতে পারবেন।

তবে, তা কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে।

Gmail-এ গিয়ে ডানদিকে Settings অপশন থেকে See All Settings-এ ক্লিক করুন।

তারপর নিজেদের পছন্দ অনুযায়ী Unsend করার সময় বেছে নিতে হবে।

5, 10, 20 অথবা 30 সেকেন্ড থেকে যে কোনও একটি অপশন বেছে নিন।

তারপর Save Changes অপশনে ক্লিক করতে হবে, যা নীচে রয়েছে।

একবার মেল পাঠানো হয়ে গেলে, দু’টি অপশন দেখা যাবে- Undo এবং View Message।