শীত মানেই ঠোঁট ফাটার সমস্যা আর খুশকির সমস্যা লেগেই থাকে

ঠোঁট ফাটলে দেখতে যেমন খারাপ লাগে তেমন কষ্টও হয়

অনেকের আবার ঠোঁট ফেটে রক্তও পড়ে

তাই শীত কালে প্রাকৃতিক উপায়েই যত্ন নিন ঠোঁটের

শসার রসও ঠোঁটের জন্য খুব ভাল। রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোয় করে লাগাতে পারেন

চাইলে লেবুর রস আর শসার রস একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন

অ্যালোভেরা জেল, মধু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন সারা রাত। এতেও কাজ হবে।