গরমের দাপটে জ্বলছে মুখ। রোদে বেরোলেই গা, হাত, পায়ে, মুখে লাল-লাল র্যাশ বেরোচ্ছে।
হিট র্যাশের সমস্যা এড়াতে আপনি অ্যালোভেরার সাহায্য নিতে পারেন।
অ্যালোভেরার মধ্যে ভিটামিন ও অ্যান্টিক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের খেয়াল রাখে।
এছাড়া এই প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা হিট র্যাশের সমস্যা এড়াতে সাহায্য করে।
তৈলাক্ত ত্বক হোক বা সংবেদনশীল, আপনি অনায়াসে অ্যালোভেরা জেলের সাহায্য নিতে পারেন।
যে-যে অংশে র্যাশে বেরিয়েছে তার উপর অ্যালোভেরা জেলে লাগিয়ে রাখলেই কাজ হবে।
শুধু খেয়াল রাখুন, অ্যালোভেরা জেল যেন ভেষজ নয়। তবেই উপকার পাবেন।