ভৃঙ্গরাজকে ‘ভেষজের রাজা’ বলা হয়, যার ব্যবহারে কমতে পারে চুলের সমস্যা।

ভৃঙ্গরাজের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে, যা খুশকির সমস্যা দূর করে।

ভৃঙ্গরাজ চুল পড়ার সমস্যা কমায় এবং চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।

ভৃঙ্গরাজের মধ্যে বিভিন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে, যা চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

এক কাপ নারকেল তেল নিন। এতে এক কাপ কুচনো ভৃঙ্গরাজ পাতা ও এক চা চামচ মেথি মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে এয়ার টাইট কৌটোতে তেল ভরে রাখুন।

এই ভৃঙ্গরাজ তেল রোজ ব্যবহার করতে পারেন। এতে চুলের যাবতীয় সমস্যা কমে যাবে।