চুলের যাবতীয় সমস্যা দূর করে অ্যাভোকাডো তেল।
অ্যাভোকাডো তেল চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
পাশাপাশি অ্যাভোকাডো তেল চুলের গোড়া মজবুত হয়।
অ্যাভোকাডো তেল দিয়ে স্ক্যাল্প মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়।
অন্যদিকে, চুল পড়া রোধ করে অ্যাভোকাডো তেল।
হেয়ার স্পা করার সময় হেয়ার মাস্কে অ্যাভোকাডো তেল মিশিয়ে নিতে পারেন।
সিরামেরও অ্যাভোকাডো তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।