কলা খেয়ে আর খোসা ফেলবেন না। কাজে লাগান নানা কাজে।
রূপচর্চা থেকে গৃহস্থালির নানা কাজে ব্যবহার করতে পারেন কলার খোসা।
কলার খোসায় থাকা পটাশিয়াম ও সোডিয়াম রয়েছে। ভর্তা বানাতে পারেন।
কলার খোসা ঘষতে পারেন গালে। এতে ব্রণর সমস্যা নিমেষে দূর হয়ে যাবে।
ছাদবাগানের কাজে ব্যবহার করতে পারেন কলার খোসা। এতে গাছ ভাল হয়।
দাঁতের হলদেটে ছোপ দূর করতে সাহায্য করে কলার খোসা।
জুতো পরিষ্কার করতেও ব্যবহার করতে পারেন কলার খোসা।