নিয়মিত তুলসী বীজ খেলে হজম ক্ষমতা উন্নত হয়।
তুলসী বীজের উপস্থিত ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
পুজোয় বদহজমের সমস্যা দূর করতে তুলসী বীজকে ডায়েটে রাখুন।
জলে তুলসী বীজ ভিজিয়ে রেখে পান করুন।
এছাড়াও গরম দুধে তুলসী বীজ ভিজিয়ে রেখে পান করতে পারেন।
যে কোনও মিল্কশেক বা স্মুদিতে মিশিয়ে দিতে পারে তুলসীর বীজ।
এছাড়াও ডেজার্ট, স্যুপ ও স্যালাদে তুলসীর বীজ মিশিয়ে দিতে পারেন।