চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে তেজপাতা।
খুশকি থেকে চুল পড়ার সমস্যা রুখে দিতে পারে তেজপাতা।
প্রথমে তেজপাতা ভাল করে ফুটিয়ে নিন। এরপর এই জল ঠান্ডা করে নিন।
শ্যাম্পু করার পর এই তেজপাতার জল ঢাকলে পারেন চুলে।
এছাড়া তেজপাতার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
তেজপাতা গুঁড়ো করে নিন। এবার এতে টকদই ভাল করে মাখিয়ে নিন।
এই হেয়ার মাস্ক ভাল করে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।