নিখুঁত ত্বক পেতে গেলে শীতের মরশুমে বিটরুটের সাহায্য নিতেই হবে।
ডার্ক সার্কেল দূর করতে বিটরুটের রসের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মাখুন।
এতে চোখের নীচের অংশের কালচে দাগ দূর হয়ে যাবে।
নিয়মিত ত্বকে বিটরুটের রস মাখলে মুখে গোলাপি আভা পাওয়া যায়।
বিটের রসের সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিয়ে ত্বকের লাগান।
এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং চর্মরোগের ঝুঁকি কমবে।
মুলতানি মাটির সঙ্গে বিটের রস মিশিয়ে মাখলেও ত্বকের জেল্লা বাড়বে।