বলিরেখা রুখে দিতে পারে বিটরুট। মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।
বিটরুটের মধ্যে ফাইবার রয়েছে যা ত্বকের জন্য উপকারী।
শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখে বিটরুটের রস।
এমনকী ডার্ক সার্কেলও দূর করে দেয় বিটরুটের রস।
বিটরুটের ফেসপ্যাক বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন।
২ চামচ বিটরুটের রস নিন। তাতে ১ চামচ কাঁচা দুধ ও ৩ ফোঁটা নারকেল তেল মিশিয়ে দিন।
এই মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।