hair care

লাউয়ের খোসা সারারাত ধরে জলে ভিজিয়ে রাখুন।

hair care (1)

লাউয়ের খোসার পেস্ট বানিয়ে নিন।

hair care (2)

এবার এতে টক দই মিশিয়ে নিন।

hair care (3)

এবার এতে গোলাপজল ও ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে দিন।

এবার এটা স্ক্যাল্পে ও চুলে ভাল করে লাগিয়ে নিন।

আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন।