চুলের যাবতীয় সমস্যা নিমেষে দূর করতে পারে এক চিমটে দারুচিনি।
কিন্তু চুলের যত্নে কীভাবে এই মশলাকে ব্যবহার করবেন, এটা অনেকেই বুঝতে পারেন না।
দারুচিনির তেল ব্যবহার করতে পারেন। এটা সবচেয়ে কার্যকরী উপায়।
নারকেল তেল গরম বসান। এতে দারুচিনি ও হলুদ গুঁড়ো মিশিয়ে দিন।
এবার এই দারুচিনির তেল ভাল করে চুলে ও স্ক্যাল্পে মালিশ করুন।
২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। খেয়াল রাখুন, চুল থেকে যেন সমস্ত তেল দূর হয়।
সপ্তাহে একবার করে এই দারুচিনির তেল ব্যবহার করতে পারেন।