মুখে কফি মাখলেও চুলের যত্নে অনেকেই এই উপাদানকে এড়িয়ে যান।

কিন্তু নিষ্প্রাণ চুলে কফিই প্রাকৃতিক জেল্লা ফেরাতে পারে। কারণ এতে কোনও রাসায়নিক উপাদান নেই।

টকদই নিন। এতে এক চামচ কফি মিশিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। এটি চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

এই হেয়ার মাস্ক এক চামচ লেবুর রস মিশিয়ে দিন। এতে খুশকির সমস্যাও চলে যাবে।

কফির সঙ্গে অলিভ অয়েল ও মধু মিশিয়েও আপনি হেয়ার মাস্ক বানাতে পারেন।

সমপরিমাণ অলিভ অয়েল ও মধু নিন। এতে কফি মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

কফির এই দুই হেয়ার মাস্ক চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং চুল পড়া কমায়।