ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করতে ব্যবহার করুন ডিমের ফেসপ্যাক।

ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে রাখুন।

ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিন দু'চামচ গোলাপ জল।

এতে এক চা চামচ মধু মিশিয়ে নিন।

যদি ঘন পেস্ট চান তাহলে এক চামচ বেসনও মিশিয়ে নিতে পারেন।

উপাদানগুলো ভাল করে মিশিয়ে নিন ত্বকের উপর প্রয়োগ করুন।

২০ মিনিট রাখার পর পিল-অফ মাস্কের মতো তুলে নিন।