রান্নায় এককোয়া রসুন পড়লেই স্বাদ বদলে যায়। সেই সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে

রসুনের মধ্যে রয়েছে ভিটামিন, জিঙ্ক, সেলেনিয়াম- যা ত্বকের জন্য ভীষণ ভাবে উপকারী। সেই সঙ্গে প্রদাহও কমায়

রসুনে অ্যালিসিন নামক এক উপাদান রয়েছে। তা ত্বক মসৃণ করে। সেই সঙ্গে বয়সের ছাপ পড়া থেকেও ত্বককে আটকায় 

গরমের দিনে ত্বককে যে কোনও ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকেও রক্ষা করে রসুন