বাঙালির হেঁশেলে ঘি থাকতে বাধ্য। কিন্তু রূপচর্চায় আছে কি?

রূপচর্চারও অংশ হতে পারে ঘি। আয়ুর্বেদে ঘি দিয়েই ত্বকের যত্ন নেওয়া হয়।

গোড়ালি ফাটা থেকে শুষ্ক ঠোঁটের যত্ন নেয় ঘি।

এমনকী ঘি মাখলে আপনি ফিরে পেতে পারেন প্রাকৃতিক জেল্লা।

ত্বককে ময়েশ্চারাইজড করতে ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ঘি।

কিন্তু কোন উপায়ে ত্বকে ঘি মাখলে উপকারিতা মিলবে, জানেন?

ঘিয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখলে আপনার ত্বক নরম ও মসৃণ হয়ে উঠবে।

এছাড়া আপনি বেসন, দুধ, হলুদের সঙ্গে ঘি মিশিয়ে মুখে লাগাতে পারেন।

ঘিয়ের সঙ্গে হলুদ মিশিয়ে মাখলেও আপনার ত্বকের সমস্যা দূর হবে।