ওজন কমাতে রোজ সকালে গ্রিন টিতে চুমুক দেন? এবার চুলেও মাখুন।

ওজন কমানো এবং চুল পড়া সমস্যায় জর্জরিত হলে, কাজে আসবে গ্রিন টি।

গ্রিন টিয়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নানা উপায়ে শরীরকে উপকৃত করে।

কিন্তু চুল পড়াকে রোধ করতে গ্রিন টি পান করলে চলবে না। মাখতে হবে মাথায়।

গ্রিন টি চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।

১ গ্লাস জল গরম করুন। তার মধ্যে ১-২ গ্রিন টি ব্যাগ ডুবিয়ে চা বানিয়ে নিন।

এছাড়া আপনি জলের সঙ্গে গ্রিন টিয়ের পাতা ফুটিয়েও চা বানিয়ে নিতে পারেন।

এবার এই চা চুল ও স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে মালিশ করুন। ১ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ বার এভাবে গ্রিন টি ব্যবহার করলেই আপনার চুল পড়া ধীরে-ধীরে কমে যাবে।