হেনার লাগানোর আগে ভাল করে চুল ধুয়ে নিন। শ্যাম্পু করলেও কন্ডিশনার লাগাবেন না।

চুল হালকা শুকিয়ে নিয়ে তারপর চুলে হেনার হেয়ার প্যাক লাগান।

চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভাল করে হেনার হেয়ার প্যাক লাগিয়ে নিন।

হেনা লাগানো হয়ে গেলে খোঁপা করে একটি শাওয়ার ক্যাপ লাগিয়ে নিন।

চুলে হেনা লাগিয়ে ২-৩ ঘণ্টা অপেক্ষা করুন। বেশিক্ষণ রাখলে রং ভাল আসবে।

হেনার ধোয়ার সময় শ্যাম্পু করবেন না। ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

হেনার ব্যবহারের ২৪ ঘণ্টা পর শ্যাম্পু করুন। এতে চুল কুচকুচে কালো দেখাবে।