পাকা চুল দূর করতে অনেকেই হেনা ব্যবহার করেন। এতে চা পাতা মেশালে বেশি উপকার পাবেন।
সারারাত ধরে এক কাপ জলে হেনা ভিজিয়ে রাখুন।
পরদিন সকালে চা বানিয়ে নিন। তারপর সেটা ভেজানো হেনার সঙ্গে মিশিয়ে দিন।
এবার ওই হেনার মিশ্রণে ১ চামচ লেবুর রস ও ১ চামচ আমলকির পাউডার মিশিয়ে দিন।
এবার এই মিশ্রণ ভাল করে চুলে উপর প্রয়োগ করুন। চুলের কোনও অংশ বাদ না পড়ে সে দিকে খেয়াল রাখুন।
এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শুকিয়ে গেলে সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
মাসে একবার করে এই উপায়ে হেনা করলে পাকা চুলের সমস্যা দূর হয়ে যাবে।