আগের রাতে হেনাটা লিকার চায়ে ভিজিয়ে রাখুন

চুল যাতে ভাল ভাবে ময়েশ্চারাইজড হয় তার জন্য দই ও অলিভ অয়েল মেশাতে পারেন

এই মিশ্রণটি সকালে চুলে লাগিয়ে রাখুন। দেড় ঘণ্টার বেশি চুলে হেনা লাগিয়ে রাখবেন না

এরপর চুলটা শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার পর চুলে সিরাম লাগাতে ভুলবেন না যেন

যদি হেনা পাতা বেটে ব্যবহার করেন তাহলে তাতে কফির গুঁড়ো, দই, ডিম, অলিভ অয়েল মেশাতে পারেন