হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য ভীষণ উপকারী।

গোলাপি নুনের মধ্যে ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে।

স্পর্শকাতর ত্বকের উপরও দারুণ কার্যকর হিমালয়ান পিঙ্ক সল্ট।

এই নুন ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে এবং মৃত কোষ দূর করে।

এমনকী টোনার হিসেবেও কাজ করে গোলাপি নুন।

নিয়মিত হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করলে ত্বকে সংক্রমণের ঝুঁকি কমে এবং উজ্জ্বলতা বাড়ে।

ফাটা পায়ের যত্ন নিতেও আপনি এই নুন দিয়ে স্ক্রাব করতে পারেন।