ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে আয়ুর্বেদে সবসময় কস্তুরী হলুদকে বেশি প্রাধান্য দেওয়া হয়।
ব্রণর সমস্যা দূর করার ক্ষেত্রে কস্তুরী হলুদ দারুণ উপযোগী।
এই হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে।
নিম পাতা বাটার সঙ্গে কস্তুরী হলুদ মিশিয়ে ব্রণভর্তি ত্বকের উপর লাগান।
এতে ব্রণর সমস্যা কমবে এবং মুখের যাবতীয় দাগছোপ দূর হয়ে যাবে।
কাঁচা দুধে এক চিমটে কস্তুরী হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। এতে ত্বকের জেল্লা বাড়ে।
সপ্তাহে একবার কস্তুরী হলুদ ব্যবহার করলেই আপনি ফল পেয়ে যাবেন।