আজকাল অনেকেই বাড়িতেই পাস্তা তৈরি করেন
এই পদ খেতে সকলেই কমবেশি পছন্দও করেন
কিন্তু বেশিরভাগ সময়েই পাস্তা সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়
জানেন কি এই জলকে কত কাজে ব্য়বহার করা যায়?
এই জলে রয়েছে স্টার্চ যা আপনি গাছে দিলে উপকার পাবেন
এছাড়া সারাদিনের ক্লান্তি দূর করবে এই জল
পাস্তা সেদ্ধ জল হালকা গরম থাকা অবস্থায় তাতে আপনার পা ডুবিয়ে রাখুন। এতে পায়ের ব্যথা কমবে
অন্য় রান্না কষানোর সময় এই জল ব্যবহার করলে স্বাদ বাড়বে রান্নার
সাধারণ জলের পরিবর্তে এই জলে ভাত রাঁধুন। সুস্বাদু হবে