গ্লসি পিঙ্ক শাইন বা ম্যাট কোরাল রঙ কিংবা হালকা শেডে লিপস্টিককে ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারেন

ক্রিম বেসড লিপস্টিক আইশ্যাডো হিসেবেও কাজ করতে পারে। সঠিক ব্রাশ থাকলে স্মোকি আই মেকআপ করতেও অসুবিধা হবে না।

চোখের নীচে ডার্ক সার্কেল কিংবা ব্রণর দাগ লুকানোর জন্য ব্যবহার করতে পারেন কোরাল শেডের লিপস্টিক

সেই একঘেয়েমি কালো রঙের আইলাইনারের পরিবর্তে কালারফুল লিপস্টিক দিয়ে চোখে সৌন্দর্য আরও বাড়িয়ে তুলুন

বাদামী শেডের লিপস্টিক কনটোর বা ব্রোঞ্জার হিসেবে ব্যবহার করতে পারেন