ত্বকের বয়স রুখতে দুধকে কীভাবে ব্যবহার করবেন?কাঁচা দুধ হল এমন একটি উপাদান যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকরী।দুধ কোলাজেন নামক প্রোটিন গঠনে সহায়ক যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে।নিয়মিত কাঁচা দুধ মুখ লাগান।হালকা হাতে আলতোভাবে ম্যাসেজ করুন।১০ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।