এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা স্ক্যাল্পকে রক্ষা করতে ও চুল থেকে ফ্রি র‍্যাডিক্য়াল প্রতিরোধ করে চুলের বিকাশ ঘটাতে সাহায্য করে।

নতুন করে চুল গজাতে, প্রাকৃতিকভাবে চুলের সমস্যা মেটাতে নিম পাতার রস ও তেল ব্য়বহার করতে পারেন।

নিমে রয়েছে হাই ফ্য়াটি অ্যাসিড যা স্বাস্থ্যকর স্ক্যাল্প তৈরিতে দারুণ কার্যকরী।

চুলের গোড়া মজবুত করতে ও অতিরিক্ত চুল পড়ার সমস্যার সমাধানের জন্য প্রতিদিন নিম তেল ব্যবহার করা যেতে পারে।

চুলে খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ব্যবহার করুন নিম পাতার পেস্ট। মরসুমি ও ক্রনিক খুশকির প্রবণতাতেও নিম পাতা দারুণ উপকারী।

স্ক্যাল্পে চুলকানি, খুশকি থেকে মুক্তি পেতেও খুব সবজ উপায়েই নিমপাতা প্রয়োগ করতে পারেন। খুশকির যম হল নিম।

এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য, যা স্ক্যাল্প থেকে ব্যকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধ করতে সাহায্য করে।