চুলে ও মাথার ত্বকে পেঁয়াজের রস লাগালে চুল পড়া বন্ধ হয় ও নতুন চুল গজায়।
ছোটবেলা থেকে ৪০ পেরিয়ে গেলেও পেঁয়াজের রসের প্রতি ভালোবাসা কমেনি বিপাশা বসু থেকে টুইঙ্কেল খান্নার।
টুইঙ্কল খান্না একবার সাক্ষাত্কারে বলেছিলেন, পেঁয়াজের তেল লাগানোর ফলেই তাঁর চুল এত উজ্জ্বল ও মজবুত।
বাঙালি সুন্দরী বিপাশা বসুর সুন্দর চুলের পিছনে রয়েছে পেঁয়াজের রসের কৃতিত্ব।
২টি বড় পেঁয়াজ পিষে তা থেকে রস ছেঁকে নেওয়া হয়। তারপর মাথার ত্বকে রস প্রয়োগ করে কয়েক মিনিটের জন্য ম্যাসাজ করা করুন। তারপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রাখার পর প্যারাবেন ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলেন মালাইকা অরোরা। মাত্র ১ সপ্তাহের মধ্য়েই চুলের মধ্যে পার্থক্য় লক্ষ্য করতে পারবেন।
পেঁয়াজের রস বের করে সেটি মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। চুলে ২০ মিনিটের মত রেখে দিয়ে তারপর চুল ধুয়ে ফেলা উচিত।
চুলকে আরও সুন্দর করে তুলতে পেঁয়াজের রসের মধ্যে নারকেল তেল, ল্যাভেন্ডার তেল ও লেবু যোগ করতে পারেন।