ব্রণ থেকে রেহাই পেতে প্রথমবার এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন? পিপারমিন্টকে বেছে নিন।
পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়।
পিপারমিন্ট তেল ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিষ্কার করে। এতে ত্বকে সংক্রমণের ঝুঁকি কমে।
পিপারমিন্ট তেল ব্যবহার করলে আপনি ব্রণর স্থায়ী সমাধান পেয়ে যাবেন।
১ কাপ জলে ১/৪ কাপ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন।
এতে কয়েক ফোঁটা পিপারমিন্ট তেল মিশিয়ে দিন। এটি টোনার হিসেবে ব্যবহার করুন।
এছাড়া যে কোনও ফেসপ্যাকে দু'ফোঁটা পিপারমিন্ট তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।