গায়ের ট্যান তুলতে আলুর রস ব্যবহার করুন!ট্যান দূর করতে আলু হল অন্যতম সেরা ঘরোয়া উপাদানআলু কেটে তাকে পিষে করে রস বের করে নিনএবার সেই রস ট্যানড ত্বকের উপর লাগিয়ে বেশ ১০ মিনিট অপেক্ষা করুনআলুর রস ত্বকে শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুনকয়েকদিন ব্যবহার করার পরই পার্থক্য দেখতে পাবেন...