ঋতুর সঙ্গে চুলের যত্নেও পরিবর্তন আনতে হয়। না হলে দেখা দেয় নানা সমস্যা।
এখন চুল আঁচড়ালে মুঠো মুঠো চুল পড়ছে? সমাধান লুকিয়ে কুমড়োর বীজের তেলে।
কুমড়োর বীজ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আর এর তেল চুলের জন্য দুর্দান্ত।
কুমড়োর বীজের তেল চুলে গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে।
২-৩ ফোঁটা কুমড়োর বীজের তেল নিয়ে স্ক্যাল্পে ১৫-২০ মিনিট ভাল করে ম্যাসাজ করুন।
এছাড়া নারকেল তেলের সঙ্গে কুমড়োর বীজের তেল মিশিয়ে নিয়েও স্ক্যাল্পে লাগাতে পারেন।
এরপর শ্যাম্পু করে নিন। ১ সপ্তাহ এই তেল ব্যবহার করলেই কমবে চুল পড়া।