ত্বকের জেল্লা ধরে রাখার সহজ কাজ নয়। কিন্তু নিয়মিত রূপটান মাখাও সম্ভব নয়।

তবে, নিয়ম করে কাঁচা দুধ মুখে মাখলেই আপনার কাজ সহজ হয়ে যাবে।

কাঁচা দুধে ভিটামিন এ থাকে, যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

পাশাপাশি শীতের শুষ্ক, রুক্ষ ত্বকে প্রাণ এনে দেয় কাঁচা দুধ।

দুধে ল্যাকটিক অ্যাসিড থাকায় ব্রণ, দাগছোপ নিয়েও খুব একটা ভাবতে হয় না।

রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোর বলে কাঁচা দুধ নিয়ে গোটা মুখে লাগিয়ে নিন।

এছাড়া বেসন আর এক চিমটে হলুদের সঙ্গে দুধ মিশিয়েও মুখে লাগাতে পারেন।