প্রাচীনকাল থেকে চুলের যত্নে রিঠা ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদও এর বিশেষ গুরুত্ব রয়েছে।
রিঠা চুলের ক্ষেত্রে প্রাকৃতিক কন্ডিশনার ও ক্লিনজার হিসেবে কাজ করে।
খুশকির সমস্যা দূর করে দেয় রিঠা। এছাড়া চুল পড়ার সমস্যাও কমায়।
রিঠার জল বানিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া হেয়ার প্যাক বানাতে পারেন।
রিঠার পাউডারের সঙ্গে শিকাকাই এবং আমলকির গুঁড়ো মিশিয়ে নিন।
এতে পরিমাণমতো জল মিশিয়ে চুল লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
সপ্তাহে একবার করে রিঠা ব্যবহার করলেই স্বাস্থ্যোজ্জ্বল চুল পেয়ে যাবেন।