রাইস ওয়াটারের মধ্যে থাকা মিনারেল চুলকে পুষ্টি জোগায়।
রাইস ওয়াটার চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় এবং হাইড্রেশন যোগ করে।
রাইস ওয়াটারের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা স্ক্যাল্পের সাহায্য বজায় রাখে।
এক মুঠো চাল নিয়ে প্রথমে জলে ধুয়ে নিন তারপর সাধারণ জলে ওই চাল ভিজিয়ে রাখুন।
জলটা ঘোলাটে হওয়া অবধি ভিজিয়ে রাখুন তারপর ওই জলটা ছেঁকে রেখে দিন।
ওই জলটা একটি স্প্রে বোতলে ঢেলে চুলে স্প্রে করুন।
শ্যাম্পু করার অন্তর আধ ঘণ্টা আগে চুলে এই রাইস ওয়াটার ব্যবহার করুন।