চুলের সমস্যায় জর্জরিত? কোরিয়ান বিউটি টিপস মেনে চুলে চাল ধোয়া জল ঢালুন।

জলে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর চালগুলো একটু চটকে নিন। এতে জলটা ঘোলাটে হয়ে যাবে।

জলটা ছেঁকে নিন। এবার এই জলের সঙ্গে আরও এক কাপ সাধারণ মিশিয়ে নিন।

এবার এই চাল ধোয়া জলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন।

প্রথমে শ্যাম্পু করে নিন। এরপর চুলে ব্যবহার করুন এই চাল ধোয়া জল।

এবার এই জলটা ধীরে ধীরে চুলে ঢালুন। স্ক্যাল্পে যেন বাদ না যায়, সে দিকে খেয়াল রাখুন।

এরপর ভাল করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন।