চন্দন কাঠ যেমন দামী, তেমনই এর সুবাস মন মাতানো এবং গুণও অনেক।
বিশেষত ত্বকের যত্ন নিতে দারুণ কাজ করে চন্দন।
ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, বলিরেখা, ব্রণ সব কিছু রুখে দেয় চন্দন।
চোখের নিচে চওড়া কালি পড়লেও আপনি চন্দন বাটা ব্যবহার করতে পারবেন।
যদি চন্দন কাঠ থাকে তাহলে গোলাপ জল দিয়ে বেটে নিন। সেটা চোখের তলায় লাগান।
অথবা চন্দনের গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন।
রাতে ঘুমোতে চোখের চারপাশে চন্দন বাটা লাগালে ডার্ক সার্কেল কিছু দিনের মধ্যেই উধাও হবে।