টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে।

এই এসেনশিয়াল অয়েলের গুণে ব্রণ, ফুসকুড়ি এবং অন্যান্য ত্বকের সমস্যা কমতে পারে।

ক্লিনজ়ার হিসেবে ব্যবহার করুন টি ট্রি অয়েল। ফেসওয়াশে দু'ফোঁটা এই এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

এছাড়া মধুর সঙ্গে দু'ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে ত্বকের উপর ম্যাসাজ করুন।

গোলাপ জলে দু'ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকের লাগান। এটি টোনার বা ফেস মিস্ট হিসেবে কাজ করবে।

বেসন, মধু ও অ্যালোভেরা জেলের সঙ্গে এই তেল মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

এই উপায়ে টি ট্রি অয়েল ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই আপনি ব্রণর হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।