মুখের যত্ন নিলেও হাঁটুর দিকে ফিরে তাকান না অনেকেই। কিন্তু হাঁটুর বিশ্রী দাগ আপনার চেহারা সৌন্দর্য নষ্ট করে।
হাঁটুর বিশ্রী কালো ছোপের জন্য অনেকেই পছন্দের জামাকাপড় পরতে পারেন না।
হাঁটুর দাগ-ছোপ দূর করতে টমেটো ব্যবহার করুন। রূপচর্চার দুনিয়ায় টমেটোর বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
হাঁটুর কালো অংশের উপর এক টুকরো টমেটো ভাল করে ঘষে নিন।
মিনিট পাঁচেক পর ভেজা কাপড় দিয়ে হাঁটু মুছে নিন।
প্রতিদিন এই উপায়ে টমেটো ঘষলে আপনার হাঁটুর দাগছোপ দূর হয়ে যাবে।
এছাড়া আপনি বেসনে টমেটোর রস মিশিয়েও হাঁটুর উপর লাগাতে পারেন।