টমেটো ত্বকের তেলতেলে ভাব দূর করে। পাশাপাশি ত্বকের বর্ণ উজ্জ্বল করে তোলে।

ওপেন পোরসের সমস্যাও দূর করে দেয় টমেটো। তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ টমেটো।

কিন্তু কীভাবে টমেটোকে ত্বকের উপর ব্যবহার করলে বেশি উপকার পাবেন? চলুন জেনে নেওয়া যাক।

ত্বকের উপর আপনি সরাসরি টমেটোর রস লাগাতে পারেন। এতে ত্বক টানটান হবে।

এছাড়াও মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

টমেটোর রস দিয়ে আইস কিউব বানিয়ে নিন। এবার ওই বরফের টুকরো ত্বকের উপর ঘষুন।

এছাড়াও আপনি টমেটো কেটে নিয়ে সরাসরি ত্বকের উপর ঘষতে পারেন। এতে ট্যান দূর হয়ে যাবে।