রোজকার বিউটি কেয়ারে ব্যবহার করুন টি ট্রি অয়েল
ত্বকের কালচে দাগ ছোপ দূর করতে সাহায্য করে টি ট্রি অয়েলে
একই সঙ্গে অ্যালার্জির সমস্যাও দূর করে এই তেল। আপনিও যদি ব্রণর সমস্যায় ভুগে থাকেন তাহলেও এই তেল ব্যবহার করলে পাবেন সুফল
টি ট্রি অয়েল কিন্তু কখনই সরাসরি মুখে বা ত্বকে লাগানো যায় না
টি ট্রি অয়েলের সঙ্গে মিশিয়ে নিন নারকেল তেল। এবার তা মুখ্ লাগান। তবেই ঠিক থাকবে ত্বক। নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়
চুলের নানান সমস্যা যেমন রুক্ষ চুল কিংবা চুলের ডগা ফেটে যাওয়া, অথবা স্ক্যাল্পে কোনও র্যাশ হলে তাতেও ব্যবহার করা যায় এই তেল
কোথাও আঘাত পেলে, বা ক্ষত হলে সেখানেও টি ট্রি অয়েল দিতে পারেন। এতে ক্ষত দ্রুত সারে