পেটের সমস্যা দূর করতে কীভাবে ব্যবহার করবেন হলুদকে?প্রথমে গোটা হলুদ জলে ভিজিয়ে রাখুন।ওই জলে লেবুর রস, বিটনুন, তুলসীপাতা ও আদা দিয়ে দিন।এয়ার-টাইট শিশিতে এভাবে তিন দিন রেখে দিন।এরপর রোজ ওই হলুদ এক টুকরো করে খান।দেখবেন অল্প দিনের মধ্যেই পেটের সমস্যা দূর হয়েছে।