রূপচর্চার দুনিয়ায় ভিটামিন ই ক্যাপসুল ভীষণ পরিচিত। ত্বকের বার্ধক্য রুখে দিতে পারে এই উপাদানটি।
এক চামচ অ্যালোভেরা জেল নিন। তাজা অ্যালোভেরার পাতা থেকে জেলও বের করে নিতে পারেন।
এবার এতে একটা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন।
এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
আপনি চাইলে অ্যালোভেরা ও ভিটামিন ই-এর মিশ্রণটি নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন।
এই মিশ্রণটি অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টিতে ভরপুর।
নিয়মিত এই মিশ্রণটি ব্যবহার করলে এটি ত্বককে হাইড্রেটেড রাখবে এবং ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করবে।