যে কোনও ভারতীয় বাড়িতে রোজকার ব্যবহারের মধ্যে থাকে চা পাতা

রোজকার ব্যবহারের এই চা পাতা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন রান্নাঘরে

তবে দুধ চা যে পাতা দিয়ে বানাচ্ছেন সেই পাতা চলবে না

চিনি ছাড়া লিকার চায়ের পাতা ব্যবহার করতে পারেন এই সব কাজে

চায়ের পাতা ভাল করে শুকনো করে নিন, এবার তা একটা টিস্যু পেপারে রেখে দিন রান্নাঘরে

এতে স্যাতস্যাঁতে গন্ধ সহজেই দূর করা যাবে এছাড়াও বাসনের তেলচিটে ভাব দূর করতেও কাজ করে চা পাতা

চা পাতা স্কচবাইটে নিয়ে সাবানের সঙ্গে বাসনে ঘষলেই দাগ ছোপ সব দূর হয়ে যাবে