নতুন ফোন কিনতে গিয়ে, যাঁদের পকেট সঙ্গে দেয় না তাঁদের একটা সেকেন্ডে হ্যান্ড ফোন দিয়ে চালিয়ে নিতে হয়।
কিন্তু যে সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনছেন বা কিনেছেন, তা চুরি করা নয় তো?
সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পোর্টাল লঞ্চ করেছে সরকার।
এই সাইটে গেলেই আপনার সেকেন্ড হ্যান্ড ফোনের সমস্ত তথ্য পেয়ে যাবেন।
সরকারি ওই সাইটে আপনার ফোন নম্বর দিলে সেখানে OTP আসবে।
প্রথমেই এই সাইটে আপনাকে দিতে হবে ফোনের IMEI নম্বর।
ওই নম্বর জানতে আপনাকে ফোন থেকে *#06# নম্বরে ডায়াল করতে হবে।
IMEI নম্বর দেওয়ার পরই আপনি জানতে পারবেন ফোনটি ব্ল্যাক লিস্টেড নাকি ডুপ্লিকেট।