যে কোনও ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুলেই চলবে না, মানতে হবে সহজ টিপস।

সবসময় হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

যে ক্লিনজারে অ্যালকোহল নেই সেটাই বেছে নেবেন। অ্যালকোহল ত্বককে রুক্ষ করে দেয়।

আঙুলের সাহায্যে মুখে ভাল করে ক্লিনজার লাগিয়ে নিন। হালকা হাতে স্ক্রাব করুন।

হালকা গরম জল দিয়ে মুখ ধোবেন। জল যেন খুব গরম বা খুব ঠান্ডা না হয়।

এরপর নরম তোয়ালের সাহায্যে মুখ প্যাট ড্রাই করে নিন। চেপে মুছবেন না।

দিনে দু'বার এভাবে মুখ পরিষ্কার করলেই ত্বক ভাল থাকবে।