7 November 2023

জেনে নিন স্মার্টফোনে থাকা 6 গোপন কোড

কয়েক বছর আগে পর্যন্তও ফোনের ব্যালেন্স চেক করতে, একটি কোড ডায়াল করতে হত। সেই কোড শুরু হত * বা # দিয়ে।

সময়ের সঙ্গে সঙ্গে সেই কোডের ব্যবহার শেষ হয়ে গিয়েছে। কিন্তু আপনি কি জানেন যে এখনও এমন অনেক গোপন কোড রয়েছে, যা আপনার ফোনের লুকনো তথ্য নিমিষেই বের করে দেবে।

*#21# এই গোপন কোডের সাহায্যে আপনি জানতে পারবেন আপনার কল, ডেটা বা নম্বর অন্য কোনও নম্বরে ফরওয়ার্ড করা হয়েছে কি না।

##34971539## এই কোড দিয়ে ফোনের ক্যামেরার তথ্য জানতে পারবেন। এই কোড থেকে আপনিও জানতে পারবেন ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না।

*#06# এই কোডের সাহায্যে আপনি আপনার ফোনের অনন্য IMEI নম্বর জানতে পারবেন। ফোন হারিয়ে গেলে এই IMEI নম্বরটি প্রয়োজন হয়।

#0# এই কোডের সাহায্যে আপনি আপনার ফোন ডায়াল করে আপনার ফোনের ডিসপ্লে, স্পিকার, ক্যামেরা, সেন্সর ঠিকভাবে কাজ করছে কি না তা জানতে পারবেন।

##4636## এই গোপন কোড দিয়ে আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারি, ইন্টারনেট, ওয়াইফাই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন।

2767*3855# এই কোডটি টাইপ করলে আপনার স্মার্টফোন রিসেট হয়ে যাবে। মনে রাখবেন রিসেট করার পর ফোনের সমস্ত ডেটা হারিয়ে যেতে পারে।