আধার কার্ড আপডেটেড না থাকলে একাধিক সমস্যায় পড়তে হয়। আর বিগ অনেক দিন ধরেই এই আপডেট প্রক্রিয়া চলছে।
তবে বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল 14 ডিসেম্বর 2023 পর্যন্ত। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (YIDAI) পক্ষ থেকে সেই তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন 14 মার্চ 2024 পর্যন্ত। সম্প্রতি এই সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ।
এই মুহূর্তে অনলাইন হোক অথবা অফলাইন সব কাজেই জরুরি আধার কার্ড। পরিচয় যাচাই করানো, ব্যাঙ্কের কাজ নানা ক্ষেত্রে গ্রহণ করা হয় এই কার্ড।
পরিচয় পত্রের পাশাপাশি প্যান কার্ড আপডেটের ক্ষেত্রেও কাজে লাগে আধার। তাই সময় থাকতে ভুলত্রুটি ঠিক করে তথ্য আপডেট করে নেওয়াই ভাল।
আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেলে এবং কখনও আপডেট করা না হলে, ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে হবে।
ডেমোগ্রাফিক তথ্য যেমন - নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি। এই কাজ অনলাইন অথবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়েও করতে পারবেন।
কারণ আপনি যদি এই একই কাজ 14 মার্চ 2024-এর পরে করতে যান, তাহলে আপনাকে টাকা খরচা করতে হবে। তাই এখনই করে নিন।