4 November 2023

SMS-এর সাহায্যেই লক করে নিন আধার কার্ড

আধার কার্ডের তথ্য চুরি করে হ্যাকাররা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা লুট করে নিচ্ছে।

আর সেই সব আধার কার্ডের ডেটা ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে 80 হাজার ডলার অর্থাৎ প্রায় 66,60,264 টাকায়।

ফলে এই সমস্যা থেকে বাঁচতে আপনার উচিত আধার কার্ডটিকে লক করে রাখা। এতে আপনার আধার কার্ডের কোনও তথ্য হ্যাকারদের কাছে যাবে না।

এর জন্য কোনও ওয়েবসাইটে ঢুকতে হবে না। আপনি SMS-এর সাহায্যেই এই সহজ কাজ করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক।

আধার কার্ডের সঙ্গে যে নম্বরটি লিঙ্ক করা আছে, সেই মোবাইল নম্বর থেকে আপনাকে 1947 নম্বরে একটি SMS পাঠাতে হবে।

আপানকে সেই মোবাইল নম্বর থেকে, GETOTP এবং আধার নম্বরের শেষ 4 সংখ্যা লিখে 1947-এ পাঠাতে হবে।

এবার আপনার কাছে একটি OTP আসবে। OTP পাওয়ার পর, LOCKUID OTP-এর সঙ্গে আধারের শেষ 4টি সংখ্যা লিখে মেসেজ পাঠান।

যদি আপনার আধার নম্বর হয় 123456789012 এবং OTP নম্বর হয় 606060, তাহলে আপনাকে LOCKUID 9012 606060 পাঠাতে হবে। এর পরে আপনার আধার কার্ড লক হয়ে যাবে।