বর্ষায় এসি থেকে গরম হাওয়া বেরোচ্ছে?
5 October 2023
বর্ষা আসার সঙ্গে সঙ্গেই এসিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘদিন এসি পরিষ্কার না করলে এমন সমস্যা দেখা দেয়।
তবে সেই সব সমস্যার সমাধানও রয়েছে। বাড়িতে মেকানিক ডাকার প্রয়োজন নেই। আপনি নিজ চেষ্টায় কী ভাবে এসিটা পরিষ্কার করা যায়, তা জেনে নিন।
এসি পরিষ্কার করার শুরুতেই বাড়ির পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন। কারণ, এসির প্যানেলটি খুলতে হবে। এবার এসির ফিল্টারটি বের করে নিন।
এখন আপনার এসি ইউনিটে যদি একাধিক ফিল্টার থাকে, তাহলে সেগুলিকে এক এক করে বের করে নিন। তবে খুব সাবধানে করবেন।
এবার একটি টুথব্রাশ নিয়ে নিন এবং সমস্ত ময়লা বের করার জন্য ইভাপোরেটরটি ধীরে ধীরে পরিষ্কার করার চেষ্টা করুন।
এই কাজটি আপনাকে অত্যন্ত সতর্ক হয়ে করতে হবে। কারণ, ইভাপোরেটরের তীক্ষ্ণ পাখায় আপনার হাতে আঘাত লাগতে পারে।
টুথব্রাশ ব্যবহার করার সময় একটি পরিষ্কার কাপড় নিয়ে নিন এবং তারপরে ভাল করে ধূলোবালি ঝেড়ে নিন। এবার পরিষ্কার করুন।
এবার ফিল্টারগুলিকে বেশ কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিন। শুকিয়ে গেলে সেগুলিকে এসির ইউনিটে লাগিয়ে দিন। তারপরে এসি প্যানেলটি বন্ধ করে দিন।
আরও পড়ুন