21 October 2023

Jio না Airtel, 299 টাকায় কে বেশি সুবিধা দেয়?

Airtel এবং Jio, এই দুই কোম্পানিরই 299 টাকার প্ল্যান রয়েছে। তবে কে বেশি সুবিধা দেয়? অর্থাৎ কার প্ল্যান বেশি ভাল?

টাকা খরচ করার আগে জেনে নিন আপনি কোন প্ল্যানে বেশি সুবিধা পাবেন, যাতে রিচার্জ করার পরে আফসোস করতে না হয়।

Jio-এর 299 টাকার রিচার্জ প্ল্যানে কী কী রয়েছে? 299 টাকার রিলায়েন্স জিও-র এই প্ল্যানে প্রিপেড ব্যবহারকারীরা প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা পাবে।

এছাড়া আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং সহ প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যাবে। এই রিচার্জ প্যাকের বৈধতা 28 দিন।

অর্থাৎ আপনি 299 টাকা খরচ করে মোট 56 জিবি ডেটা পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক এই একই টাকায় Airtel কী কী সুবিধা দিচ্ছে?

Airtel-এর 299 টাকার রিচার্জ প্ল্যানে কী রয়েছে? এয়ারটেলের 299 টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং পাবেন।

এছাড়াও প্রতিদিন 1.5 জিবি হাই স্পিড ডেটার সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস পেয়ে যাবেন। বৈধতা কত দিনের জন্য পাবেন?

এয়ারটেলের 299 টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদও 28 দিন। এখানে মোট 42 জিবি ডেটা পাওয়া যাবে। এয়ারটেলের তুলনায় জিও বেশি ডেটা দিচ্ছে।