আজকাল জালিয়াতির পরিমাণ এত বাড়ছে যে, স্ক্যামাররা বিভিন্ন উপায় খুঁজছে মানুষকে ঠকানোর। কিন্তু কীভাবে আধার কার্ড দিয়ে জালিয়াতি হচ্ছে?
আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। এর মানে আধার কার্ডটি হ্যাকারদের হাতে পড়লে, আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা উধাও।
অথচ আপনি আপনার আধার কার্ডটি সব জায়গায় জমা দিয়ে দেন। আপনি একবারও ভাবেন না, এতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঝুঁকির মুখে পড়তে পারে।
এই জন্য, আধার কার্ড ব্যবহার করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে এমন 5টি জিনিস জানানো হবে, যাতে আপনি নিরাপদ থাকতে পারবেন।
আধার কার্ডে আধার নম্বর থাকে, যা UIDAI দ্বারা জারি করা হয়। এতে আপনার ব্যক্তিগত ডেটা যেমন বায়োমেট্রিক বিবরণ, আঙুলের ছাপ, আইআরআইএস এবং ফটো অন্তর্ভুক্ত রয়েছে, তাই এটি নিরাপদে রাখা উচিত।
আপনি জালিয়াতি বা কেলেঙ্কারী এড়াতে আপনার আধার বায়োমেট্রিক লক করতে পারেন, UIDAI-এ এমন একটি ফিচার আছে। সেই ফিচারে আপনি আপনার বায়োমেট্রিক ডেটা লক করতে পারেন।
আপনি আপনার বায়োমেট্রিক ডেটা সাময়িকভাবে লক করতে পারবেন। এমন করলে কোনও প্রতারক আপনার বায়োমেট্রিক চুরি করতে পারবে না।
যে কোনও কাজে আপনার আসল আধার কার্ড দেওয়ার পরিবর্তে, ফটো কপি ব্যবহার করুন। যদি একান্তই আসল আধার কার্ডের প্রয়োজন হয়, তবে সব কিছু জেনে নিয়ে দিন।